হালুয়াঘাটে বেড়িবাঁধ ধসে চরম ঝুঁকিতে ১৫০ পরিবার, মেরামতের দাবি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তঘেঁষা গাজিরভিটা ইউনিয়নে পাহাড়ি ঢলে ধসে পড়া একটি বেড়িবাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের বরাক ও নামছাপাড়া গ্রামের প্রায় ১৫০টি পরিবার এই ভাঙনের ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ সমস্যার সমাধানে সম্প্রতি ১৪৯টি ভুক্তভোগী পরিবারের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বরাক সেতুর পূর্ব প্রান্ত থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বরাক ঝড়া নদীর পূর্ব পাশে নির্মিত প্রায় এক কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটি পাহাড়ি ঢলের তোড়ে ধসে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্কুলগামী শিক্ষার্থী, রোগী এবং কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেড়িবাঁধটির উভয় পাশে প্রায় ১৫০টি পরিবারের বসবাস। এদের মধ্যে প্রায় ২০-২৫টি পরিবার অটোরিকশা চালিয়ে এবং বাকিরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সাম্প্রতিক বর্ষায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বাঁধের পূর্ব পাশে প্রায় ২০০ একর ফসলি জমি রয়েছে, যা প্রতিবছর নিরাপদে ঘরে তোলা সম্ভব হতো। কিন্তু এবার বাঁধ ভেঙে যাওয়ায় বহু ফসল নষ্ট হয়েছে এবং বেশ কিছু বসতবাড়িও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বরাক সেতুর পূর্ব প্রান্ত থেকে কমিউনিটি ক্লিনিক হয়ে বাহেন্দ্র চিরানের বাড়ি পর্যন্ত এই বাঁধটি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম।
গ্রামবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কার, ব্লক স্থাপন এবং ইটের সলিং করে চলাচলের উপযোগী করা হোক। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।




Comments