Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় রাজবাড়ীর তিনজন শিক্ষককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে প্রশাসনিক কারণে দেশের ৪২ জন সহকারী শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রাজবাড়ীর তিনজন শিক্ষকও রয়েছেন। তাদের ফরিদপুরে বদলি করা হয়েছে।  

বদলি হওয়া তিন শিক্ষক হলেন; সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও খানখানাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। তাঁকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার আশফরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইমামকে বদলি করা হয়েছে ফরিদপুরের মধুখালির বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলামকে বদলি করা হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে তাঁদের সবাইকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। ফলে তাঁরা আর নিজ জেলার কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন না।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে গত দুই দিন ধরে তাঁরা অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি পালন করছেন। এর ফলে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বার্ষিক পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে।  

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাবিবুর রহমান রবিবার সকালে বলেন, শিক্ষকদের বদলির অর্ডার পেয়েছি বৃহস্পতিবার অফিস টাইমের পর মাঝে দুইদিন ছুটি আজকে তাদেরকে অফিসিয়ালি রিলিজ দেওয়া হয়েছে । '