Image description

কুষ্টিয়ায় গত দুই দিনে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের লালন চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে মিরপুর উপজেলার চিতলিয়া পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহাবুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৪৭৫ টাকা, একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার ৮৭৫ টাকা। আটক মাহাবুল ইসলাম চিতলিয়া ইউনিয়নের বালিয়াশিশা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এছাড়া শনিবার রাত পৌনে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপি এলাকার ইনসাফনগর বাজার থেকে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত নকল বিড়ি কাস্টমসে এবং মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে।