Image description

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের এক রাত পর পুকুর পাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাজিম ওই গ্রামের সৌদি প্রবাসী মো. শহিদুল মোল্যার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) রাতে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারাম খেলতে যায় তাজিম। খেলা শেষে রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন রোববার সকালে বাড়ির অদূরে স্থানীয় হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি তাজিমের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, শনিবার রাতে তারা সবাই মিলে একসঙ্গে ডাব চুরি করতে গিয়েছিল। এ সময় গাছ থেকে পড়ে গিয়ে তাজিমের মৃত্যু হয়। ভয়ে তারা বিষয়টি গোপন রেখেছিল।

তবে নিহতের পরিবারের দাবি, তাদের একমাত্র ছেলের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’