মহান আল্লাহ ও পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এবং অভিযুক্ত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) আসরের নামাজের পর ‘কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স’-এর ব্যানারে স্থানীয় তৌহীদি জনতা এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে বক্তারা আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন অবমাননাকারী যুবকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। কর্মসূচিতে কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইমাম কারী মো. নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মো. হুমায়ুন কবির, হাফেজ মশিউর রহমান এবং স্টুডেন্ট এলায়েন্সের সদস্য মুজাহিদ সিফাত ও আরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এদেশে কোনো ব্যক্তি বিশেষ বা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই দ্রুত মামলা ও গ্রেফতার হয়। অথচ মহান আল্লাহ তায়ালার শানে বেয়াদবি করা ভ্রান্ত বাউলদের আটক করা হলেও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হচ্ছে না।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি মহল এই বাউলের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছে, যা মুসলিম প্রধান দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের কঠোর সমালোচনা করে তারা বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের মদদ দেয়, তারা মূলত ইসলাম ও দেশবিরোধী চক্রান্তের অংশ। অনতিবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।




Comments