বাউফলে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা: শহিদুল আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাউফল উপজেলা বিএনপি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক জরুরি সভায় এই মনোনয়ন বাতিলের দাবি জানানোর পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
রোববার বিকেলে বাউফল পৌর শহরের হাচন দালাল মার্কেটে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। সভা শেষে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জরুরি সভায় মনোনয়ন প্রত্যাখ্যান ও পুনঃবিবেচনার দাবি জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনে বিএনপির কোনো কর্মকাণ্ডে ছিলেন না। দলের দুর্দিনে তিনি আত্মগোপনে ছিলেন এবং উপজেলা বিএনপির সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা তাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মেনে নেব না।’
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ অভিযোগ করে বলেন, ‘দল ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে যাকে মনোনয়ন দিয়েছে, তিনি ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের বিরোধিতা করে আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করেছেন। বিগত ১৬ বছর কোনো আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন না, এমনকি তৃণমূল নেতাকর্মীদের খোঁজও নেননি।’
তিনি শহিদুল আলমের মনোনয়ন বাতিল করে দলের দুঃসময়ের ত্যাগী নেতা মুন্সী জসিম উদ্দিন (মুনির হোসেন) অথবা এ.কে.এম. ফারুক আহমেদ তালুকদারের মধ্যে যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সভায় বক্তারা আরও বলেন, যারা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে রাজপথে ছিলেন, তাদের বাদ দিয়ে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান, সাবেক সদস্য সচিব নাইম সিকদার তারেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর যুবদলের সদস্য সচিব মামুন খান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন খান, তাঁতী দলের আহ্বায়ক জামাল মুন্সী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনঈমূল ইসলাম মিরাজ ও সাবেক সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পটুয়াখালী-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই অপর দুই মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য এ.কে.এম. ফারুক আহমেদ তালুকদারের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।




Comments