Image description

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের মঞ্চে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে বাউফল শহরের পাবলিক মাঠে এই নাশকতার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে মঞ্চের পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশ দিয়ে যাওয়া এক ট্রাকচালক আগুন দেখতে পেয়ে বাউফল থানা পুলিশকে খবর দেন। পরে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে মঞ্চের ডেকোরেশনের কাপড়, কার্পেট এবং বাঁশ-কাঠসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায়।

বাউফল-২ আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের উদ্যোগে মঙ্গলবার এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঞ্চের তদারকিতে থাকা নাসির মিয়া জানান, সকালে এসে তিনি পোড়া ধ্বংসাবশেষ দেখতে পান। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডেকোরেটর মালিক ফারুক হোসেন বলেন, মঞ্চের কাজ শেষ করে রাত ১২টায় বাড়ি ফেরার পর তিনি অগ্নিকাণ্ডের খবর পান। ঘটনাস্থলে রঙের বাটিতে পেট্রোল ব্যবহারের আলামত পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপের কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির মনোনয়ন ও স্থানীয় রাজনীতি নিয়ে বাউফলে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে। মনোনয়ন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে স্থানীয় বিএনপির একাংশের আন্দোলনের মধ্যেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল।