গৌরীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩ ঘণ্টায় ১০০ বার কোরআন খতম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাত্র ৩ ঘণ্টায় ১ হাজার হাফেজ একযোগে বসে ১০০ বার পবিত্র কোরআন খতম করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে স্থানীয় গাভীশিমুল গ্রামের ত্রয়ী রাইস মিল চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় উপজেলার অর্ধশতাধিক মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে মোট ১ হাজার হাফেজ এই কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টায় তারা একযোগে তিলাওয়াত শুরু করেন এবং দুপুর ১টার মধ্যে ১০০ বার পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন।
পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে হাফেজ ও ওলামায়ে কেরামদের সঙ্গে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম রিয়াজী।
এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় আজ ১ হাজার হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করেছেন। আমরা চাই, প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিন।”
উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ শাহীন বলেন, “পবিত্র কোরআন খতমের এই সওয়াবের বিনিময়ে মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, এটাই আমাদের প্রার্থনা।”




Comments