Image description

হবিগঞ্জের মাধবপুরে কৃষি জমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আন্দিউড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মনির হোসেন। তিনি উপজেলার মিরনগর (আন্দিউড়া) এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মিরনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ লঙ্ঘনের দায়ে মো. মনির হোসেনকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “কৃষি জমির টপসয়েল বা উর্বর মাটি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”