Image description

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়ি যাতায়াতের সুবিধার্থে রাতের আঁধারে মহাসড়কের ডিভাইডার কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই ইউলুপ তৈরি করায় ওই সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, কদমতলী গোলচত্বর থেকে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের প্রবেশমুখে যানবাহনের জন্য সওজ-এর নির্ধারিত একটি ইউলুপ রয়েছে। এর মাত্র ২০ গজ দূরেই ‘তানাকা ফিলিং স্টেশন’ থেকে তেল নিয়ে বের হওয়া গাড়িগুলোর সুবিধার্থে ডিভাইডার কেটে নতুন আরেকটি অবৈধ ইউলুপ তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানান, এর আগেও পাম্পটি নির্মাণের সময় অনুমোদন ছাড়াই ফুটপাত কেটে রাস্তা তৈরি করেছিল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক পাম্পের এক কর্মচারী দাবি করেন, “মালিকপক্ষ উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের অনুমোদন নিয়েই ডিভাইডার কেটেছে।”

তবে তানাকা ফিলিং স্টেশনের মালিক মহিউদ্দিন মাহিন বিষয়টি অস্বীকার করে বলেন, “সড়কের ডিভাইডার কেটে আমি কোনো রাস্তা তৈরি করিনি। কারা, কী স্বার্থে এটি করেছে, তা আমার জানা নেই।”

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, “আমাদের কাছ থেকে কোনো অনুমোদন না নিয়েই রাতের আঁধারে ডিভাইডার কাটা হয়েছে। বিষয়টি নজরে আসার পর লোক পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। অনুমোদন ছাড়া সরকারি সম্পদ নষ্ট করায় পাম্প কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মোহাম্মদ শাহিদুল আলম বলেন, “অনুমোদন ছাড়া সড়ক কাটা অপরাধ। কারা এটি করেছে তা জানা নেই, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”