চট্টগ্রামের ফটিকছড়িতে মায়ের চোখের সামনেই ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল আব্দুল্লাহ-আল আনাছ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইমাম নগর এলাকার বুড়া বিবি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। সে কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আনাছ বাসার সামনের রাস্তার পাশে খেলছিল। এ সময় মায়ের চোখের সামনেই একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্তানকে হারিয়ে বিলাপ করতে করতে আনাছের মা বলেন, “আমার কোলের মানিক রাস্তার পাশে আমার সামনেই খেলছিল। হঠাৎ অটোরিকশাটা এসে সব শেষ করে দিল। হাসপাতালেও তাকে বাঁচাতে পারলাম না।”
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, নাজিরহাট পৌরসভা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। অদক্ষ চালকরা আবাসিক ও জনবহুল সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন এলাকাবাসী।




Comments