Image description

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব হস্তান্তর উপলক্ষে বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বিদায় এবং নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা।

রথপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও’র বাবা নিধির সাহা, স্ত্রী পুষ্পিতা প্রামাণিক, ইউডিএফ হোসাইন আহমদ বিপ্লব, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, হাওর বাঁচাও আন্দোলনের নেতা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক ফয়ছল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, “শান্তিগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

বিদায়ী ইউএনও সুকান্ত সাহা আবেগাপ্লুত হয়ে বলেন, “শান্তিগঞ্জ উপজেলার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের আন্তরিকতা আমি কখনও ভুলব না।”

উল্লেখ্য, বিদায়ী ইউএনও সুকান্ত সাহা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি হয়েছেন। তার বিদায়ে সহকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।