রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় পথচারীকে ছিনতাই করার সময় মো. ইব্রাহীম (৩৪) ও ইয়াসিন (৩২) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসার জন্য আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত।
এসআই সাখাওয়াত বলেন, ‘গত রাতে কোনাপাড়া এলাকায় এক পথচারীকে ছিনতাই করার সময় উপস্থিত জনতার হাতে পিস্তলসহ আটক হন ওই দুই যুবক। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসা শেষে তাদেরকে আবার যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।’
পুলিশের এই উপপরিদর্শক আরও জানান, ওই যুবকদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
Comments