মসজিদের বিদ্যুৎ লাইন দেয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদরের আবাদেরহাটে ওই মারপিটের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ইন্দিরা গ্রামের আলফাজ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আবাদেরহাটের বাজারের ব্যবসায়ীদের মসজিদের বিদ্যুৎ লাইন দেয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন। বাজারের মধ্যে জনৈক এক ব্যবসায়ীর দোকানে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিদ্যুৎ লাইন দেয়ার টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীন ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে বেধড়ক মারপিট করলে আব্দুল মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রাম ডাক্তার পিনুর কাছে নিয়ে যায়। সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে মারা যান। তবে হাসপাতাল থেকে নিহত ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসার পর পুলিশ খবর পায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাড়িতে পুলিশ ছিল বলে সূত্র জানায়।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
Comments