Image description

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজা রাসেল (২৩)কে গলা কেটে হত্যা করেছে চাচা জালাল উদ্দিন (৪০)। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার হাঈদগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হজীপাড়া গ্রামের আদাইল্লাবড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পাউন্ডে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে পটিয়া উপজেলার হাঈদগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হজীপাড়া  গ্রামে ভাতিজা রাসেল ঘরে আসে। এসময় চাচা জালাল উদ্দিনের সঙ্গে ঘরের তোষক নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা জালাল ক্ষিপ্ত হয়ে রাসেলের গলায় চুরি দিয়ে গলা কেটে দেয়। গলার ডান পার্শ্বে ছুরিকাঘাতে আহত হলে মুমূর্ষ অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী জানান, গলার ডান পাশে জবাই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি আবু জয়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, ঘাতককে আটকের জন্য অভিযান চলছে।