Image description

ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভালুকা উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, গত দুই মাস আগে এই দম্পতি মাস্টারবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া উঠেন। আজ সন্ধ্যায় হঠাৎ তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।