ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত ঢুকে তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাখাটির বাইরে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, জিনজিরা শাখায় ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ডাকাত দলের ১২ সদস্য রয়েছে। ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে।
কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করব, সে বিষয়ে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আলোচনা চলছে।
এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।
Comments