হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এডি এম মাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের ধন মিয়া তাঁর ফেসবুক পেজে অলি মিয়ার বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। রাতে স্থানীয়রা ও পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনার জের ধরে ধন মিয়া ও অলি মিয়ার স্বজনরা আজ শনিবার সকালে পুনরায় দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী ও পুরুষসহ ৩৫ জন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এডি এম মাইদুল হাসান গণমাধ্যমকে জানান, আমরা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments