Image description

ঝিনাইদহের হরিণাকুন্ডুুে রশিদুল ইসলাম কুটির নামে এক পান চাষির পান বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের কিসমত ঘোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সমর্থন করতেন বলে এসব ক্ষতি করা হচ্ছে বলে জানান তিনি।

পান চাষি রাশিদুল ইসলাম কুটি ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে পানের বরজে আগুন দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে তা নিভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এতে তার ৩০শতক পানের বরজ পুড়ে ছাই হয়ে যায় এবং ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। 

এ ব্যাপারে রশিদুল বলেন, তারা শুধু পান বরজ পুড়িয়েই ক্ষান্ত হয়নি, দুর্বৃত্তরা মেরে ফেলার উদ্দেশ্যে আমার বাসায় গোয়ালের চারটি গরুর খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে গেছে। চারটি গরুই এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন বেশ কয়েক দিন আগে আমার ভাই জাহিদের একটি ট্রাক এবং আমার মাইক্রো গাড়ির টায়ারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শত্রুতামূলক ভাবে কে বা কারা করেছে এসব তা তিনি বলতে পারেননি। কারো প্রতি সন্দেহের কথাও জানাতে চাননি তিনি। তিনি মনে করেন স্থানীয় বিরোধ এবং আওয়ামী লীগের সমর্থন করতেন বলে এসব ক্ষতি করা হচ্ছে। থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কার বিরুদ্ধে অভিযোগ করবো? আমিতো কাউকে দেখেনি কারা এসব করছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, উপজেলার কাপাশহাটীয়া কেসমত ঘোড়াগাছা গ্রামের এক কৃষকের পানের বরজে আগুনের ঘটনা শুনেছি। তবে এই ঘটনায় থানাতে কেউ অভিযোগ করেনি। তবে ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/এসআর