Image description

সিরাজগঞ্জ সদরে এক বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া এক লাখ ৫০ হাজার টাকা, একটি বার্মিজ চাকু, ৫৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে লাদিম ওরফে সোহাগ (২০), আলকাসের ছেলে হুসাইন (১৯) ও ইদ্রিস আলীর ছেলে রিপন বাবু ওরফে ডিপজল (২২)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শুক্রবার রাতে থানার কুড়ালিয়া গ্রামের বিকাশ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিল। এরপর চিলগাছা লিটনের মুরগির খামারের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় যুবকেরা বিকাশ ব্যবসায়ীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে বিকাশ ব্যবসায়ী এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

মানবকণ্ঠ/এসআর