Image description

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের গডফাদার হিসেবে পরিচিত এম এ কাইয়ূমে বিব্রত বিএনপি। গত ১৬ বছর আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে ছিল না কাইয়ূম। উল্টো আওয়ামী লীগ থেকে ব্যবসায়িক ও আর্থিক সুবিধা নিয়ে ফুলে ফেঁপে আঙুল ফুলে কলাগাছ বনেছেন তিনি। বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়ার নেপথ্য নায়ক জেনারেল মুবিন ও হাসান রাজার ব্যবসায়িক পার্টনার কাইয়ূম, সেটা সবারই জানা। পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে মহানগর উত্তরের আওয়ামী লীগ নেতা ওয়াকিলের সেল্টারে চালিয়ে গেছেন অন্যায় অপরাধের রাজত্ব। 

মূলত আওয়ামী লীগ সময়ে হাসিনা পরিবারের হাত ধরে ব্যবসায় সফল হয় কাইয়ূম। তাকে সমঝোতা করতে হয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করার কুশীলবদের সাথে। স্বর্ণ মাফিয়া গোল্ডেন মনির, মহানগর আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিনের ক্যাডার বাহিনী দিয়ে গড়ে তোলেন স্বদেশ প্রপার্টিজ লিমিটেড। যৌথ মালিকানা রেজিস্ট্রেশনে ওয়াকিল উদ্দিন, এম এ কাইয়ূম এবং গোল্ডেন মনির স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবসায়িক পার্টনার বলে প্রমাণিত।

বিগত সময় আপসহীনতার কারণে যেখানে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীকে অসহনীয় নির্যাতন সহ্য করতে হয়, সেখানে কাইয়ূম বিদেশে পালিয়ে আওয়ামী লীগ নেতাদের  ওপর ভর করে তার ব্যবসা কার্য বিনা দ্বিধায় চালিয়ে যান। আওয়ামী এজেন্টদের থেকে আর্থিক সুবিধা নিয়ে মহানগর উত্তরের সব নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে করে রাখে নিষ্ক্রিয়। এসব দল বিরোধী কার্যকলাপে কাইয়ূমে চটেছেন বিএনপির তৃণমূল থেকে হাই কমান্ডরা। সংগঠনের সাথে বিশ্বাসঘাতকতার শত শত অভিযোগ কাইয়ূমকে বিএনপি ঘরানা থেকে এক ঘরে করে রেখেছে। 

মাফিয়া কাইয়ূমের সন্ত্রাসী কার্যকলাপ, দখলদারিত্ব, চাঁদাবাজির কারণে বেশ ইমেজ সংকটে পড়েছে বিএনপি। চেয়ারপারসন কার্যালয়ের সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির সদস্যরা কোনোরকম পাত্তা দেয় না কাইয়ূমকে। দলীয় হাই কমান্ডের কাছে ভিড়তে না পেরে দিশেহারা কাইয়ূম বরইয়ের দিনে আমের ডালা নিয়ে ব্যস্ত। জুলাই বিপ্লব হয়েছে ছয় মাস হলো, এতদিনে কাইয়ূমের স্মরণ হয়েছে তাদের। বিপ্লবীদের অনুদানের নামে রাজধানীতে একটি প্রোগ্রাম করতে চাইলে, সেখানে বিএনপির বড় বড় নেতাদের আমন্ত্রণ করলেও কেউই তাকে সাড়া দেয়নি। তাও নাছোড় বান্দা কাইয়ূম বিএনপির নাম ব্যবহার করে দিব্যি ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। 

বিভিন্ন সূত্রে জানা যায়, চাঁদাবাজ ভূমিদস্যু কাইয়ূমকে অভ্যন্তরীণভাবে ব্ল্যাকলিস্ট করে রেখেছে বিএনপি। যে কোনো সময় বহিষ্কার করে কাইয়ূমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একইভাবে তার বিরুদ্ধে বহিষ্কারের মত আদেশ আসতে পারে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/আরএইচটি