বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস-চাঁদাবাজি যারা করছে, তাদের বিরুদ্ধে বার বার কঠোর হুঁশিয়ার দিয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রবিবার নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় বলেন ‘আমি বার বার বলার পরেও যারা সংগঠনের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’ ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দুর্নীতি, দখল, চাঁদাবাজি বন্ধে কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন সরকারের উপদেষ্টারাও। কিন্তু কোনো কিছুতেই থামানো যাচ্ছে না গডফাদার কাইয়ূম ও তার পালিত সন্ত্রাসী মোবারককে।
খিলক্ষেত বড়ুয়া এলাকায় বিএনপি পরিচয়ধারী এম এ কাইয়ূমের শেল্টারে মোবারক ও তার বাহিনী জোরপূর্বক কৃষকের আবাদি জমি, সরকারি খাসজমি দখলে নিচ্ছে। এছাড়া গত কয়েক মাস ধরে খিলক্ষেত এলাকায় গডফাদার কাইয়ূমের নির্দেশে মোবারক বাহিনী চাঁদাবাজি, ভূমি দখল ও খুনের মতো ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি আশিয়ান ফুড বেভারেজ লিমিটেডের পূর্বদিকে আশিয়ান স্বপ্নসিড়ি প্রকল্পের অফিসের সামনে হত্যাকাণ্ড ঘটিয়েছে মোবারকসহ তার সন্ত্রাসী বাহিনী। গডফাদার কাইয়ূম এবং তার পালিত মোবারক বাহিনীর অপরাধের অভিযোগ আদালতে গেলেও কোনো সুরাহা পায় না জনগণ। এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও উল্টো গুম-খুনের হুমকিও পেতে হয়। আসামি মোবারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া যায়।
বাড্ডা থানায় মামলা নং-১৩ তাং ০৭-১১-২০০২ইং ধারা ১৯(ক), উত্তরা থানায় মামলা নং-২৪ তাং ১১-০২-২০০২ইং ধারা ৩৫৩/৩৩২, বাড্ডা থানায় মামলা নং-১৭ তাং১৬-০৬-২০০০ইং ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/৩০৭, বাড্ডা থানায় মামলা নং-১ তাং ০২-০৫-২০০১ইং ধারা ১৪৩/৩২০/৪৪৭/৪২৭, গুলশান থানায় মামলা নং-৪৫ তাং ১৩-০২-১৯৯৭ইং ধারা ৪৩৬, গুলশান থানায় মামলা নং-৪৮ তাং ২৩-০৩-১৯৯৭ইং ধারা ১৪৩/৩২৩/৩৭৯, বাড্ডা থানায় মামলা নং-২৪ তাং ১৯-০৮-২০০০ইং ধারা ৪৪৭/৪৪৮/ ৩৪২/৩৮৫/ ৩২৩/৩২৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬, কোতোয়ালি থানায় মামলা নং এফ আই আর নং ২৪৩/২০২ তাং ১৬-০৭-২০০২ইং ধারা ১০৭/১১৭/সি ডাইরি নং ৯১, বাড্ডা থানা সামলেন, ৭৪/৩ নন এফআইআর ধারা ২৩২/৫০, বাড্ডা থানার মামলা নং ১২ তারিখ ৮/১০/০৩ ধারা ১৪৩/৪৪৭/ ৪৪৮/৩২৩/ ৪৩৪/৫০৬
এছাড়া মোবারকের নামে বিভিন্ন থানায় ২০/২৫টা সাধারণ ডায়েরি রয়েছে বলে জানা যায়। কাইয়ূমের নির্দেশে মোবারক এসব অপরাধ কাণ্ড চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
মানবকণ্ঠ/এসআরএস
Comments