কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) আটক করেছে থানা পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে চরপার্বতীর কেটিএম হাট এলাকা থেকে আহসান উল্যাহকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দুবাই প্রবাসী। এই সুযোগে আহসান উল্যাহ দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকা অবস্থায় আহসান উল্যাহ কৌশলে তার ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।
পরদিন সকালে গৃহবধূ তার স্বামী, শাশুড়ি ও মাকে বিষয়টি জানান। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে
তাকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Comments