
ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম নিহত হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার( ২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত আবুল কাশেম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেমকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত আবুল কাশেম ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের অনুসারী ছিলেন বলে জানা যায়। স্থানীয়দের ধারণা বিএনপির আরেকটি গ্রুপের সাথে মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ।
গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ‘‘ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।’’
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments