
দৈনিক সমকালীন কাগজ' পত্রিকায় রূপগঞ্জ প্রতিনিধি ফেরদৌস ভূইয়া জুয়েল (৩৭) কে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সম্প্রতি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সংবাদিক।
অভিযুক্ত আলামিন রূপগঞ্জের দক্ষিন নবগ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। ভুক্তভোগী ফেরদৌস ভূইয়া জুয়েল ওই উপজেলার দক্ষিণবাগ গ্রামের মজিবুর রহমান ভূইয়ার ছেলে। তিনি পেশায় একজন সংবাদকর্মী।
লিখিত অভিযোগে সাংবাদিক ফেরদৌস ভূইয়া জুয়েল বলেন, আমি পেশায় একজন সংবাদ কর্মী। আমি বর্তমানে ‘দৈনিক সমকালীন কাগজ' পত্রিকায় রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি। বিবাদী আলামিন (৩০) আমার পূর্ব পরিচিত। উক্ত বিবাদী দীর্ঘদিন যাবৎ আমার সহিত বিরোধপূর্ণ মনোভাব পোষন করছেন। গত ২২ মার্চ সকাল আনুমানিক ১১ টার সময় আমি সংবাদ সংগ্রহের জন্য রূপগঞ্জ উপজেলার দক্ষিন নবগ্রাম সাকিনস্থ উক্ত বিবাদীর বাড়ির সামনে সড়কে অবস্থানকালে বিবাদী আলামিন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আমি এই বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে উদ্যত হয়। এ সময় আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে বাধা দেয়। এতে সে আমাকে খুন ও গুম করার হুমকি দিয়ে চলে যায়।
Comments