
কুষ্টিয়ায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া ক্রিমোহনী বাইপাস গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ইতি খাতুন (২৮) এবং তাঁর ছেলে আহনাফ ইব্রাহীম (০৩)। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলে করে কর্মস্থল বগুড়া থেকে নিজ বাড়ি কুষ্টিয়া যাচ্ছিলেন কাদের সিদ্দিকী ও তাঁর পরিবার। তাঁরা কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাঁদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইতি খাতুন এবং তাঁর শিশু সন্তান আহনাফের মৃত্যু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই খাইরুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ এসে নিতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
Comments