Image description

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর খেয়াঘাটের পাশে প্রায় সাড়ে ৪ ফুট উচ্চতার এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে বাঘা থানার পুলিশ ও চারঘাট নৌপুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

চারঘাট নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মুনসুর রহমান বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে নারীর মৃত্যুর কারণ জানা যাবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চারঘাট নৌপুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। নৌ পুলিশ ও বাঘা থানা পুলিশ পৃথকভাবে তদন্ত করবে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।