Image description

ঢাকার ধামরাইয়ে ঈদের দিন রাতে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি কারখানায় ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) রাত ৩টার দিকে বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ১০ জনের অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। এরপর সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “কারখানার মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ চলছে।” 

কারখানার পরিচালক ওসমান মাহমুদ বলেন, “রাতে ডাকাতরা ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”