সিরাজগঞ্জে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছে এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। রবিবার(১৩ এপ্রিল) সকালে উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
নিহত মো. মদিন মোল্লা (৫৫) উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত ছকির মোল্লার পুত্র।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের ১’শ ৯০ বিঘা খাস খতিয়ানের জমি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হলে তৎক্ষণাৎ শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় গ্রুপকে শান্ত থাকার অনুরোধ করে।
এদিকে রবিবার সকালে আবারও জাফর গ্রুপ এবং হালিম গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত। সংঘর্ষ চলাকালে মো. মদিন মোল্লা নিহত হয়। এসময় আব্দুর রাজ্জাক(৪৫), ইনজামুল হক(২৬), আলতাব(৫৭), বাবলু মোল্লা(৪৫) সহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের
শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জাফর গ্রুপের মো. মদিন মোল্লার নিহত হওয়ার খবরে হালিম গ্রুপের লোকজন বাড়িঘর ফেলে রেখে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সুযোগে জাফর গ্রুপের লোকজন বিভিন্ন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম আলী জানান, মূলত খাস খতিয়ানের জমি দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে এলাকার হালিম এবং জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় প্রথমে শনিবার দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়ালে মদিন মোল্লা নামে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
Comments