Image description

চট্টগ্রামে বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন চালক মো. লোকমান ও তাঁর সহকারী মো. হানিফ। বুধবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার শিকার কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গত মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে আসে ঘটনার শিকার কিশোরী। বাসটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে সন্ধ্যা সাড়ে ছয়টায় আসার পর ওই কিশোরীকে বাসের ভেতর আটকে রাখা হয়। পরে সেখানে চালক, তাঁর সহকারী ও বাসের সুপারভাইজার মোবারক হোসেন তাকে ধর্ষণ করেন।

ওসি আরও বলেন, ঘটনার জড়িত চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হলেও সুপারভাইজারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে।