Image description

মানিকগঞ্জের সিংগাইরে এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মামলায় ফুপা আইনুদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম। এর আগে গতকাল মঙ্গলবার প্রতিবন্ধীর মা বাদী হয়ে থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আইনুদ্দিন সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের রামচন্দ্রপুর ধাইরাপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

মামলার সূত্র থেকে জানা যায়, জন্মের পর থেকেই তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। মাঝে মধ্যেই স্ত্রীর ভাইয়ের বাড়িতে বেড়াতে যেতেন আইনুদ্দিন। ঘটনার দিন মেয়েকে রেখে বাড়ির সবাই কৃষি কাজের জন্য মাঠে যান। এই সুযোগে আইনুদ্দিন ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবন্ধী মেয়েটিকে। ধর্ষণ শেষে কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান।

পরবর্তীতে বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে মেয়ের শরীরের পরিবর্তন ও বমি করতে দেখে স্থানীয় এক প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তার মেয়েকে ১৬ সপ্তাহের গর্ভবতী বলে জানান।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, গতকালকেই আইননুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে ধর্ষণের কথা শিকার করেছেন। জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।