বাজারে দামের চাপে ভোক্তার নাভিশ্বাস অবস্থা। আর এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন করের বোঝা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর আরও চাপ বাড়িয়েছে।
শীতকালীন সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক হলেও, আগে থেকেই চড়া দামে বিক্রি হওয়া ফলের দাম আরও বাড়ায় অনেকে কেনার সামর্থ্য হারিয়েছেন। ফলের জুস ও ব্যবহারযোগ্য টিস্যুর নতুন দামের চাপ বিপাকে ফেলেছে মানুষকে।
এনবিআরের ভ্যাট বিভাগের নির্দেশনা জারির সঙ্গে সঙ্গে ফলের বাজারে কার্যকর হওয়া শুরু হয়েছে। তাতে সব ধরনের ফলের দাম কেজিপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি ১৫০ থেকে ২০০ টাকা দাম বেড়েছে লাল আঙুরের। এর পরই কেজিতে ১০০ টাকা বেড়েছে আনারের দাম।
বাজারে দেশি ফলের পাশাপাশি আমদানি করা ফলও চড়া দামে বিক্রি হচ্ছে। তিন দিনের ব্যবধানে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাসপাতির কার্টুনপ্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। দাম বেড়ে প্রতি কেজি সাদা আঙুর বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়, যা কদিন আগেও ছিল ৪০০ টাকা। কেজিতে ২০০ টাকা বেড়ে প্রতি কেজি লাল আঙুর বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। কেজিতে ১০০ টাকা বেড়ে প্রতি কেজি এ গ্রেডের আনার বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। প্রতি কেজি গালা আপেল বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, নাশপতি-মালটা ৩২০ থেকে ৩৩০ ও প্রতি কেজি আমদানি করা স্ট্রবেরি আপেল বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
Comments