Image description

রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ সঙ্কটের কারণে চলতি বছরে বাংলাদেশের অর্থনীতির গতি কমবে। পাশাপাশি মূল্যস্ফীতি থাকবে চড়া। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নামতে পারে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে ১ দশমিক ৬ শতাংশীয় বিন্দু কম। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে রাজনৈতিক অস্থিরতা।

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমিয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা কমেছে। জ্বালানি সংকট ও আমদানি নিয়ন্ত্রণ এবং পণ্য সরবরাহে বিঘ্ন শিল্পে উৎপাদন কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে। ফলে পণ্যের দাম বেড়েছে। এটা আবার মানুষের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে।

তবে চলতি বছরে জিপিডির প্রবৃদ্ধি কমলেও আগামী অর্থবছরে (২০২৫-২৬) তা বাড়বে বলে মনে করছে বিশ্ব ব্যংক। সংস্থাটি বলছে, আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হতে পারে ৫ দশমিক ৪ শতাংশ।