Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে বাংলাদেশের রপ্তানিপণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে।

এত দিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, যা এখন দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন নিউ ইয়র্ক টাইমসের অর্থনীতি বিষয়ক সংবাদদাতা অ্যালেক্স ট্রাভেলি।

সংবাদমাধ্যমটির লাইভ আপডেটে অ্যালেক্স লিখেছেন, ট্রাম্পের আজকের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি এবং বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দশম স্থানে থাকা দেশটি গত আগস্টে রাজনৈতিক উত্তেজনার পর থেকে সংকটে রয়েছে।

তিনি বলেন, দেশটির কারাখানগুলোর প্রচুর পোশাক তৈরি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে মোট পোশাকের প্রায় এক পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। যার পরিমাণ বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার।

ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন অ্যালেক্স ট্রাভেলি। তিনি আরও বলেছেন, নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক বিদ্যমান ১৫ শতাংশের সঙ্গে যোগ করা হোক বা না হোক, আমেরিকায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে অনেক ব্যয়বহুল এবং বিরল করে তুলবে।

উল্লেখ্য, অ্যালেক্স ট্রাভেলি নয়াদিল্লিতে অবস্থিত দ্য নিউ ইয়র্ক টাইমসের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদদাতা। ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে কাজ করেন এই সাংবাদিক। এ ছাড়া দ্য ইকোনমিস্টের সম্পাদক এবং সংবাদদাতা হিসেবে কাজ করেছেন তিনি।