অক্টোবর মাসের তুলনায় চলতি বছরের নভেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যানুযায়ী, নভেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮.১৭ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে সূচকে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭.৩৬ শতাংশ হয়েছে, যা অক্টোবরে ছিল ৭.০৮ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.০৮ শতাংশে নেমেছে। গত বছরের (২০২৪) নভেম্বরের তুলনায় অবশ্য বর্তমান মূল্যস্ফীতি কিছুটা কম; সে সময় এই হার ছিল ১১.৩৮ শতাংশ।
অঞ্চলভেদে দেখা গেছে, গ্রাম ও শহর—উভয় জায়গাতেই জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নভেম্বরে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৬ শতাংশ এবং শহরে তা ৮.৩৯ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি (৭.৬১ শতাংশ) গ্রামের (৭.২৭ শতাংশ) তুলনায় বেশি।
এদিকে মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি বাড়ার হারও সামান্য বেড়েছে। নভেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.০৪ শতাংশে, যা অক্টোবরে ছিল ৮.০১ শতাংশ। খাতভিত্তিক হিসাবে সেবা খাতে মজুরি বেড়েছে সবচেয়ে বেশি (৮.২২ শতাংশ), এরপর কৃষি খাতে ৮.১৪ শতাংশ এবং শিল্প খাতে ৭.৮৬ শতাংশ।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে তথ্য সংগ্রহ করে এই ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করা হয়েছে। গত এক বছরের (ডিসেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫) গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৯৬ শতাংশে।




Comments