Image description

অন্তর্জালে প্রশংসায় ভাসছেন সম্প্রতি ঢাকা মিতিয়ে যাওয়া পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ফেসবুকে ঘুরছে তাঁর ঢাকার রাস্তায় জুম্মার নামাজ পড়ার ভিডিও ও ছবি?

সেদিন কেন ঢাকার রাস্তায় নামাজ পড়েছিলেন আতিফ আসলাম? খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) এই গায়ক কনসার্টের আগেই আতিফ আসলাম ঢাকায় আসেন। তিনি ঢাকার খিলক্ষেতের একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদেও যান। খিলক্ষেত মসজিদে নামাজ আদায় করতে গিয়ে দেখেন মসজিদ কানায় কানায় পরিপূর্ণ। পরে তিনি রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুম্মার নামাজ আদায় করেন।

সামাজিক মাধ্যমে আতিফ আসলামের এমন একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই পাকিস্তানি এই গায়কের এমন  সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন। 

আতিফ আসলামের ক্যারিয়ার শুরু হয়েছিল বিভিন্ন ক্যাফেতে গিয়ে গান শুনিয়ে। সেখান থেকে যা আয় হতো তাই দিয়ে চলত আতিফের। তারপর শুরু হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা। আতিফ ডাক পেতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কনসার্ট থেকে। ডাক আসে তাঁর ধারাবাহিক থেকেও।

সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তাঁর। এক একটি গানের জন্য নিতে শুরু করেন ৮ থেকে ৯ লাখ টাকা। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও বাড়তে থাকে তাঁর চাহিদা। একটা সময় আসে যখন আতিফ জনপ্রিয় হয়ে যান ভক্তদের মাঝে। তখন বাড়তে থাকে দর। আতিফের স্ট্রাগেলের দিন খুব বেশি স্থায়ী হয়নি। কিছু বছরের মধ্যে পাকিস্তানের সব থেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি।

মানবকণ্ঠ/আরএইচটি