Image description

বিতর্কে বসতি লক্ষ্মী? তেমনই জানে বলিউড। মায়ানগরীর ধারণা, যত বিতর্ক, ততই ছবির আয়বৃদ্ধি! সেই পথেই হাঁটছে ‘পুষ্পা ২’। এক দিকে বিশ্বে ৮০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। যে কোনও দিন হাজার কোটির ক্লাবে ঢুকে পড়বে ছবিটি। দেশেও ৩০০ কোটি পার। তবু গেরো কাটছে কই। বিতর্কে জেরবার ছবির নায়ক অল্লু অর্জুন।

অন্যদিকে, সমালোচনারও কমতি নেই। বিতর্কে জেরবার অভিনেতা আল্লু অর্জুন। ছবিটি দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন শিশুসহ এক নারী। এ ছাড়া সিনেমা হলে বিষাক্ত গ্যাস ছড়ানো, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এবার নতুন যুক্ত হয়েছে ক্ষত্রীয় সম্প্রদায়ের প্রতিবাদ। পুষ্পা-২’র প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজপুত নেতা রাজ শেখাওয়াত। 

এ সিনেমার সংলাপে ‘শেখাওয়াত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তাতেই নাকি খেপেছে রাজপুত গোত্র। তাঁদের দাবি, অপমান করা হয়েছে রাজপুত ক্ষত্রীয়দের। 

আল্লুর সামনে ‘ফিকে’ শাহরুখ, ৪ দিনেই কাঁপিয়ে দিল ‘পুষ্পা ২’আল্লুর সামনে ‘ফিকে’ শাহরুখ, ৪ দিনেই কাঁপিয়ে দিল ‘পুষ্পা ২’
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন রাজ শেখাওয়াত। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইট) হ্যান্ডেলে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘‘শেখাওয়াত উপাধিকে নেতিবাচকভাবে ‘পুষ্পা ২’তে ব্যবহার করা হয়েছে। এটা ক্ষত্রীয়দের জন্য অপমান।’ 

হুঁশিয়ারি তিনি জানান, শেখাওয়াত শব্দটি ছবিতে একাধিকবার ব্যবহৃত হয়েছে। শিগগিরই সরিয়ে না নিলে প্রযোজককে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এখানেই শেষ নয়। রাজ শেখাওয়াত উস্কে দিয়েছেন করণী সেনাদেরও। তিনি বলেছেন, ‘‘বিনোদনের উপকরণ হিসেবে আরও একবার ক্ষত্রীয়রা অপমানিত। খুব দুর্বলভাবে ‘শেখাওয়াত’দের দেখানো হয়েছে। আপনারা তৈরি থাকুন। আমাদের নির্দেশ না মানলে যেকোনো সময় প্রযোজককে উচিত শিক্ষা দিতে হবে।’

প্রয়োজনে প্রযোজকের বাড়ির ভেতরে ঢুকে মারধর করারও হুমকি দিয়েছেন রাজ শেখাওয়াত! 

প্রসঙ্গত, পরিচালক সুকুমারের এই ছবিতে এসপি ‘বনওয়ার সিংহ শেখাওয়াত’র ভূমিকায় অভিনয় করেছেন ফহাদ ফাসিল। অন্যদিকে, লাল চন্দন কাঠ চোরাচালান সিন্ডিকেটের প্রধানের ভূমিকায় আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা রয়েছে তাঁর স্ত্রী ‘শ্রীবল্লী’ চরিত্রে।

মুক্তির পর প্যান-ইন্ডিয়ার সিনেমার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে রয়েছে ছবিটি। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, শুধু ভারতে পুষ্পা-২ আয় করেছে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘বাহুবলী ২’ (১১২ কোটি রুপি), ‘আরআরআর’ (১১০ কোটি রুপি)।

সূত্র: বলিউড লাইফ

মানবকণ্ঠ/আরআই