Image description

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থীর ‌‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। 

এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। আগামী ২১ ডিসেম্বর এতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পাকিস্তানি সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ইতিমধ্যে কনসার্টের ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ উদ্দেশ্যের জন্য আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ করে দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড।

কনসার্টটির আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করতে পারতাম, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় আমরা তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারব বলে আশা করছি। এ ক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিভিউশান যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।’

বুধবার (১১ ডিসেম্বর) ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, স্কাই ট্র্যাকার লিমিটেড (কনসার্ট আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’র সঙ্গে চুক্তিবদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) ‘ইকোস অব রেভ্যুলিউশন’ আয়োজনের জন্য আগামী ১৯-২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বরাদ্দের অনুরোধ জানিয়েছে। এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।

পাশাপাশি ওই বিজ্ঞপ্তি কিছু শর্তও জুড়ে দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। সেগুলো হলো—স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে, স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে, স্টেডিয়ামের অভ্যন্তরে সকল ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে এবং স্টেডিয়ামের প্রবেশ গেইটসমূহে স্বার্থন্বেষী গোষ্ঠী অথবা উচ্ছৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।

এদিকে, সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত থেকে ‘গেট সেট রক’ প্ল্যাটফর্মে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। ‘ভিআইপি’ টিকিটের দাম ১০ হাজার টাকা। এই টিকিট কেনা দর্শকরা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এরপর রয়েছে ‘ফ্রন্ট রো’, দাম সাড়ে ৪ হাজার টাকা। এ ছাড়া সাধারণ সারির টিকিট কিনতে খরচ হবে আড়াই হাজার টাকা। 

এই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলা। গান ছাড়াও এদিন জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক হবে। থাকছে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার। কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

মানবকণ্ঠ/আরইচটি