এক সাক্ষাৎকারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে আর অহনা রহমান হতে চাইবো না। অনেকদিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। মূলত আগের সাক্ষাৎকারের বিষয়টি এই পোস্টে তুলে ধরেছেন বলে ভক্তরা মনে করছেন।
যেখানে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাবেন।
পোস্ট করে অহনা লিখেছেন, ‘কোনদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন আল্লাহ্ সবাইকে ভালো রাখুক এই দোয়া।’
প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি।
Comments