ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হবে বুসান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার বিজয়ী ছবি ‘বলী, দ্য রেসলার’। সিনেমাটি নিয়ে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘এই সিনেমা চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকুলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা। বলী ঘুরপথে খানিক দেরিতে হলেও দেশে যাচ্ছে এটা আমার কাছে বিশাল ঘটনা।’
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, বলী, দ্য রেসলার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই ছবিটি আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দৃঢ় মনোভাবের প্রতিনিধিত্বও করে।’
২০২৩ সালে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বুসান চলচিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার নিউ কারেন্টস এওয়ারড জেতে বলী, দ্য রেসলার। সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দীন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, এনজেল নুর, তাহাদিল আহমেদ, প্রাঙ্গন শুভ, তানভীর আহমেদ।
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এটির সমাপনি দিনে প্রদর্শতি হবে বলী।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments