Image description

সারা পৃথিবী জুড়ে ২০২৫ সালকে বরণ করতে চলছে মহা সমারোহ। এমনই এক আবহে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে। বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়ল ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ছবি।

এই মুহূর্তটি ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়াতে।

এদিকে, বোর্ডার-গাভাস্কার ট্রফির এখনও একটি ম্যাচ বাকি, আর সেটি হবে সিডনিতে। মেলবোর্নে হেরে ভারত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ব্যাটে রান নেই বিরাট কোহলিরও।

তবে কঠিন সময়েও তার পাশে রয়েছেন স্ত্রী অনুষ্কা। এমসিজিতে বিরাটের আউট হওয়ার পর হতাশায় মুখ ঢেকেছিলেন অভিনেত্রী। নতুন বছর শুরু হতে চলেছে, আর কোহলি হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া।

সিডনি টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি, তবে তার আগেই সিডনির রাস্তায় হাতে-হাত ধরে বর্ষবরণের উৎসবে অংশ নেন বিরাট ও অনুষ্কা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেলিব্রিটি জুটি হাঁটছেন। দুজনেই কালো পোশাক পরেছিলেন। নেটিজেনদের ধারণা, তারা সম্ভবত নববর্ষের কোনো পার্টিতে যাচ্ছেন।

একইভাবে, ক্রিসমাসের দিন সকালে মেলবোর্নের একটি ক্যাফেতে বিরাট ও আনুশকা আচমকা হাজির হন। বিরাট নিজেই শেফকে ধন্যবাদ জানাতে রান্নাঘরে গিয়ে সবার সঙ্গে ছবি তোলেন।

সোশাল মিডিয়াতেও সেসময় ভাইরাল হয় তাদের একটি ভিডিও, যেখানে তারা মেলবোর্ন শহর ঘুরে বেড়াচ্ছিলেন। 

মানবকণ্ঠ/আরআই