Image description

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের ঝুলির গত বছরের গল্প মানেই ব্লকবাস্টার ‘খাদান’। তারপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন তিনি।

রঘু ডাকাতের পাশাপাশি নতুন আরও এক ছবির ঘোষণা করলেন দেব। পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে দেব জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি ২’। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ ঘোষণা দেন দেব। আর ক্যাপশনে লিখেছেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে।’ এবারের শীতে অতনু রায় চৌধুরী, দেব, অভিজিৎ সেনের ছবি প্রতীক্ষা। সেই ছবির নাম পরিবর্তন করে ‘প্রজাপতি ২’ রাখা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। তবে আর কে থাকছে ছবিতে তা নিয়ে টিমের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। গত বছরের নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে এবার লন্ডনে এই সময়ে অসেক ঠান্ডা। সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।