Image description

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যেন মুছে না যায় এ জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলুশন’ কর্মসূচির আওতায় ৮টি বিভাগে ৮টি মাঝারি দৈর্ঘ্যের কনটেন্ট বা ফিল্ম নির্মাণ করতে ওয়ার্কশপ পরিচালনার জন্য ৮ জন চলচ্চিত্র নির্মাতাকে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালকদের নাম ঘোষণা করেন এ সংশ্লিষ্ট সার্চ কমিটির সদস্য সুমন রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘বাংলাদেশে সবকিছু রাজধানী কেন্দ্রিক। এর বাইরে মনে হয় কিছু নেই। এটা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা না। এই বৈষম্য মাথায় রেখে কর্মশালা ৮ বিভাগে ছড়িয়ে দেয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের তরুণদের চলচ্চিত্রবিষয়ক সৃজনশীলতার উদঘাটন ও স্বীকৃতি দেয়া যাবে। কর্মশালার মাধ্যমে যে ৮টি চলচ্চিত্র নির্মিত হবে এ ক্ষেত্রে সরকারের কোন নির্দেশনা নেই। নির্মাতারা জুলাই বিপ্লবকে সামনে রেখে তুলে আনবে নানা চিত্র।’

তিনি আরও বলেন, ‘এ চলচ্চিত্র পরিচালকদের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি ৫০টা কাজ করেছে কি-না, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে একটা কাজ করেছে কি-না, যেটাকে আমি উল্লেখ করতে পারি। আমরা দেখার চেষ্টা করেছি তাদের মধ্যে আগুনটা আছে কি-না। এই ৮ জনই জানেন তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। তারা যে কাজটি করবেন, সেই কাজের দিকেই সবাই তাকিয়ে আছেন। তারা এটার ওজন জানেন এবং তারা সেটা রক্ষা করবেন।’

এই চলচ্চিত্রগুলো নির্মাণের জন্য সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার। এ ক্ষেত্রে কত খরচ হবে সেটি পরিচালক এবং সার্চ কমিটি মিলে ঠিক করবে। আগামী জুনের মধ্যে এই চলচ্চিত্র নির্মাণ কর্মসূচির কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।