‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজি জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। সিনেমার সেট থেকেই তাদের প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। তবে এবার বাগদানের খবর প্রকাশে কিছুটা কার্পণ্য করছেন এই জুটি। পিপলসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি গোল্ডেন গ্লোবসের আসরে গুঞ্জন রটেছে, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া।
আর এই গুঞ্জন শুরু হয় জেন্ডায়ার আংটি ঘিরে। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি। অভিনেত্রীর হাতের ৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাদের।
জানা গেছে প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশে তারা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি খুব সাদামাটা। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদযাপন করেছেন এ তারকা জুটি।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয় হয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তারা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এই জুটি। বাগদানের খবর সামনে আসতেই ভক্তদের প্রশ্ন কবে বিয়ে করবেন টম ও জেন্ডায়া।
Comments