Image description

বলিউডের আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম একজন নেহা কক্কর। কোনও এক অনলাইন প্রতারণায় ফেঁসে গেছেন বলিউড এই গায়িকা। তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে পুলিশ আর গায়িকার চোখে অশ্রু। এমনই এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি ছবি বিকৃত করে হর হামেশাই বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনও তাদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা অথবা কখনও ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো! এ ক্ষেত্রেও তেমনই হয়েছে। 

নেহার যে গ্রেফতারির ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে সেটি নকল। এটা এআই দ্বারা নির্মিত। প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা। যদিও নেহার এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন নেহার প্রতি দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। 

যদিও এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা। 

মাঝেমধ্যেই সঙ্গীতশিল্পীকে নিয়ে নানা বিতর্ক শোনা যায়। কখনও নেহার বিবাহবিচ্ছেদের কথা কানে আসে, কখনও আবার শোনা যায় গায়িকা অন্তঃসত্ত্বা। আট বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিয়ে থেকেই ফিরে ফিরে এসেছে বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে বার বার সব জল্পনায় জল ঢেলেছেন গায়িকা।

মানবকণ্ঠ/আরআই