তখন রাত ২টা। হঠাত্ চিত্কার। সাইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিকবার কুপিয়ে পালিয়েও যায় সে। অভিনেতাকে রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন নবাব পতৌদির বংশধর সাইফ আলি খান। রাত দুটার দিকে এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি নায়ককে সমানে কোপাতে থাকে। অন্য কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা।
কিছু গণমাধ্যমের দাবি, এতে যুক্ত থাকতে পারে সাইফের কর্মচারীদের মধ্যে কেউ। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দল সাইফর বাড়িতে কর্মরত মহিলা কর্মীদের থানায় নিয়ে গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে মুম্বাই পুলিশ জানাচ্ছে, হামলার ঘটনায় এক অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তবে কে সেই অভিযুক্ত, সে সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত খোলসা করেননি তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে পরে সিঁড়ি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। ফায়ার এসকেপ ব্যবহার করে ওই অভিযুক্ত সাইফের বাড়িতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে বলে তারা দাবি করে।
মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন যে, রাত ৩টার দিকে তিনি খবর পেয়েছিলেন যে অভিনেতা সাইফ আলি খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে। বর্তমানে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতা এখন বিপদমুক্ত। পুলিশ অভিনেতার সঙ্গে কথা বলেনি। এই হামলায় সাইফের বাড়িতে কর্মরত মহিলা কর্মীরাও আহত হয়েছেন।
Comments