Image description

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তাকে ঘুমন্ত অবস্থা আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে

আটক ব্যাক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করেন।

এর আগে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

মানবকণ্ঠ/আরআই