Image description

সাইবার ক্রাইমের শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁর এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তিনি না পারছেন অ্যাকাউন্টটি ডিলিট করতে, না পারছেন লগইন করতে। বহু চেষ্টার পর সেটি পুনরুদ্ধার করতে না পেরে সবাইকে সতর্ক করেছেন শ্রেয়া ঘোষাল।

শনিবার ফেসবুক ও ইনস্টাগ্রামে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন শ্রেয়া। তিনি লিখেছেন, ‘আমার বন্ধু এবং অনুরাগীদের উদ্দেশে জানাই, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আমার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে পড়ে রয়েছে। এক্স-এর টিমের সঙ্গে যোগাযোগ করার সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু উল্টো দিক থেকে কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া এখনও পর্যন্ত কিছু পাইনি।’

শ্রেয়ার অনুরোধ, ‘আপনাদের সকলকে সাবধান করছি, আমার অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা মেসেজ গেলে দয়া করে কেউ ক্লিক করবেন না। না হলে বড় কোনও বিপদ হয়ে যেতে পারে। এই অ্যাকাউন্ট যদি আমি আমার ফিরিয়ে আনতে পারি তাহলে নিজেই জানাবো। ধন্যবাদ।’

খবরটি সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। অনেকে বলেছেন, শ্রেয়ার মতো একজন তারকার সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে আমজনতা যেকোনও দিন এর চেয়েও বিপদে পড়তে পারে। সূত্র: হিন্দুস্থান টাইমস।