Image description

নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে দশর্কদের মন জয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযগ মাধ্যমেও সরব তিনি। কাজের খবরের পাশাপাশি মাঝেমধ্যে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ফারিণ। সেই ছবিতে ফারিণকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে।

ছবিটির সঙ্গে তিনি ক্যাপশনে জুড়ে দেন, ‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।’ 

অভিনেত্রীর মিষ্টি হাসির প্রশংসার পাশাপাশি ক্যাপশনের জন্য নানারকম হাস্যরসাত্মক মন্তব্যও পাচ্ছেন তিনি। একজন লিখেছেন, অসাধারণ হয়েছে হাসিটা। আরেকজন লিখেন, পিকআপ তো লাগবেই, কিন্তু সেটা বউ নিতে যাওয়ার জন্য! এটাই তো আসল প্ল্যান, বুঝলেন কিনা? এর পর সেই মন্তব্যে প্রতিক্রিয়াও দেন ফারিণ।

লিখেন, হাহা। 

সদ্যই উন্মুক্ত হয়েছে ফারিণের নাটক ‘পিকআপ লাগবে’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের।

এরপর ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে তিনি মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে বেশ পরিচিতি এনে দেয়।

তারপর থেকে আর থেমে থাকেননি এই অভিনেত্রী। নিয়মিত নাটক ও ওয়েব ফিল্মেও দেখা গেছে তাকে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন পশ্চিমবঙ্গেও।

মানবকণ্ঠ/আরআই