
ঈদের সিনেমা মুক্তির তালিকায় এখন আলোচিত নাম শাকিব খানের ‘বরবাদ’। এই সিনেমা নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে প্রযোজক ও কলাকুশলীদের। জানা যায়, ইতিমধ্যে বুকিং মানি নিয়ে সিনেমাটির মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করছেন প্রযোজক। সেখানে এবারও সর্বোচ্চ বুকিং মানি নিয়ে এগিয়ে রয়েছে সিনেমাটি। সেটি কত লাখ টাকা, সিনেমাটির প্রযোজকের মুখেই শুনি।
সিনেমার প্রযোজক শাহরিন আক্তার গণ মাধ্যমকে জানান, সিনেমাটি ইতিমধ্যে প্রায় ১০০ সিনেমা হলে মুক্তির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। তবে এই সংখ্যা কিছু কমলেও পুরো হলের সংখ্যা আরও বাড়বে বলে জানান এই প্রযোজক। দু–এক দিনের মধ্যে এটা চূড়ান্ত করবেন।
প্রযোজক বলেন, ‘এখন ঈদে সিনেমা হল কম। আমাদের তো যত হল আছে, সব হলে দিলেই ব্যবসায়িকভাবে লাভবান হব। কিন্তু এটা তো আর সম্ভব না। যৌক্তিকভাবেও ঠিক না। আরও সিনেমা রয়েছে, সব সিনেমার জন্যই তো সুযোগ দরকার। তবে এটা নিশ্চিত শতাধিক সিনেমা হলে আমরা যাব।’
এদিকে শোনা যাচ্ছে ‘বরবাদ’ সিনেমার বুকিং মানি শাকিব খানের আগের সিনেমার চেয়েও এগিয়ে। বলা যায়, ঈদ সিনেমার বুকিং মানিতে এবার রেকর্ড গড়ছে এই ঢালিউড তারকার সিনেমা। সিনেমা হলপ্রতি কত টাকা বুকিং মানি নিচ্ছেন—এমন প্রশ্নে প্রযোজক বলেন, ‘এখন সব সিনেমা হল থেকে তো একই অর্থ নেওয়ার সুযোগ নেই। কিছু হল ছোট, কিছু বড়। এ ছাড়া দীর্ঘ সময় সিনেমার ভালো ব্যবসা নেই। সেই কারণে আমরা নির্দিষ্ট একটা অঙ্ক ধরে ছোট-বড় হলগুলোর কাছ থেকে আলাদা বুকিং মানি নিচ্ছি।’
ঈদের সিনেমার সপ্তাহ হিসেবে এই অর্থ ঢালিউডের অন্য যেকোনো ঈদের সিনেমার চেয়ে অনেক বেশি। এর কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সিনেমাটি নিয়ে হলমালিকদের চাহিদা অনেক বেশি। কারণ, তারা আশা করছেন, শাকিব খান সিনেমাটি তাদের কয়েক মাসের লোকসান পুষিয়ে দেবে। যে কারণে বড় অঙ্কের অর্থ দিয়েও সিনেমাটি নিচ্ছেন অনেকে। প্রযোজক বলেন, ‘আমরা বড় সিনেমা হলগুলোর কাছ থেকে সর্বোচ্চ ১৩ থেকে ১৫ লাখ টাকা বুকিং মানি নিচ্ছি।’
কেউ কেউ বলছেন বুকিং মানি থেকে সিনেমার ৫০ ভাগ লগ্নি আগেই উঠে গেছে। এ প্রসঙ্গে প্রযোজক জানান, সিনেমাটির বুকিং মানি দিয়ে বাজেটের অর্ধেক অর্থ উঠিয়ে আনা খুবই কঠিন। ‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। তিনি হৃদয় নামেই পরিচিত। সিনেমা শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল।
উল্লেখ্য, এর আগে প্রযোজনা সূত্রে জানা গিয়েছিল ‘তুফান’ সিনেমার বুকিং মানি সর্বোচ্চ ৭ থেকে ১২ লাখ টাকার কথা। এটাই ছিল সর্বোচ্চ। তবে সেই সময় কেউ কেউ ১৫ লাখ টাকা বুকিং মানির কথাও জানিয়েছিলেন। এ সম্পর্কে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো তথ্য পরে দেয়নি।
মানবকণ্ঠ/আরআই
Comments